মুভি রিভিউঃ এ ম্যান কলড ওভ




মুভি : A Man Called Ove
পরিচালক : Hannes Holm
শ্রেষ্ঠাংশে : Rolf Lassgard, Bahar Pars,Filip Berg
মুক্তি : ২৫ ডিসেম্বর,২০১৫
ভাষা : সুইডিস
IMDb রেটিং : ৭.৭/১০


ঊনষাট বছর বয়সী বদমেজাজী একজন মানুষ ওভ।তার আশেপাশের সব মানুষকেই তার অপছন্দ।প্রতিবেশিদের সাথে তার ঝগড়া লেগেই থাকে।এমনকি তার বাসার সামনে দিয়ে কেউ গাড়ি চালিয়ে গেলেও ওভ তার সাথে ঝগড়া করে।মোটকথা ওভ সবসময় রাগান্বিত কিটকিটে মেজাজের একজন লোক।



বাহ‍্যিক ভাবে তাকে অত‍্যন্ত চড়ামেজাজী মনে হলেও ওভ'র ও আছে ব‍্যক্তিগত গল্প।তারও ছিল রঙিন শৈশব,তারও জীবনে প্রেম এসেছিলো,সেও জীবনকে উপভোগ করেছিলো।



মুভিটিতে ওভ বারবার আত্মহত‍্যার চেষ্টা করে।জীবনের প্রতি তার বিতৃষ্ণা জন্মে গিয়েছিলো।যদিও শেষ পর্যন্ত ওভ আবার জীবনীশক্তি ফিরে পায়। তার একটা নতুন করে পরিবার হয়। কিন্তু ওভ'র জীবনে কি এমন ঘটেছিলো যার জন‍্য এক এমন বদ মেজাজী ও জীবন বিমুখ হয়ে উঠেছিলো? আর কিভাবেই বা সে নিজেকে ফিরে পেলো?
(আরো কিছু আকর্ষনীয় বিষয় ছিলো মুভিটিতে,যা স্কিপ করে গেলাম।ওইটুকু আপনাদের দেখার জন‍্য তোলা থাক)

মুভিটিতে প্রথম থেকেই কোন এক অজানা কারনে এই বদমেজাজী লোকটাকে ভালো লেগেছিলো।ভালো লেগেছিলো ওভ'র শৈশব ও প্রেমে পরার গল্প।ওভ'র লুকিয়ে রাখা ব‍্যথাতুর হৃদয় আমাকে বারবার আকর্ষন করেছিলো।মুভিটির প্রতিটি চরিত্রই ছিলো ভালোবাসার মত।

সিনেমাটির আর্কষণীয় দিক এর সিনামাটোগ্রাফি।চোখ জুড়িয়ে যাওয়ার মত প্রতিটি শট।এর সিনামাটোগ্রাফির জন‍্য হলেও আপনার মুভিটি দেখতে ইচ্ছে হবে।

যাদের জীবনে হতাশা কাজ করছে,তাদের দেখা উচিত এই সিনামা। হয়ত এটি আপনাকে হতাশা থেকে ফিরে আসতে সাহায‍্য করবে।

এক কথায় বলবো, প্রাণ-প্রাচুর্যে ভরপুর একটা মুভি।

© মাহামুদ শিকদার

1 comment:

  1. oooye BC, চমৎকার লিখলা। 🌷

    ReplyDelete

Powered by Blogger.