অপর্ণা সেনের 'দ্যা জাপানিজ ওয়াইফ'





চলচিত্র: দ্যা জাপানিজ ওয়াইফ
পরিচালক: অপর্ণা সেন
চিত্রনাট্যকার: অপর্ণা সেন
শ্রেষ্ঠাংশে:রাহুল বসু,রাইমা সেন,মৌসুমী চট্টোপাধ্যায়,চিগুসা তাকাকু
মুক্তি: ৯ এপ্রিল ২০১০
দৈর্ঘ্য: ১০৫ মিনিট
ভাষা: বাংলা,ইংরেজি,জাপানি
IMDb রেটিং: ৭.৬/১০

গল্পটি একটি গ্রামের 'স্নেহময়' নামের তরুণ এক বাঙালি স্কুল শিক্ষকের।ছোট বেলায় মা-বাবাকে হারানো স্নেহময় তার মাসীর কাছে বড় হয়েছে।গ্রামীন পরিবেশে,'মাতলা' নদীর তীরে বেড়ে ওঠা লাজুক এই ছেলেটির ভাগ‍্যক্রমে চিঠির মাধ‍্যেমে এক জাপানি তরুনীর সাথে পরিচয় হয়।তরুণীর সাথে চলতে থাকে স্নেহময়ের পত্র আদান প্রদান।দিন যায়,বাড়তে থাকে তাদের বন্ধুত্ব।চলতে থাকে উপহার আদান প্রদান। একসময় স্নেহময় তার জাপানী বন্ধুর সাথে চিঠিপত্রের দ্বারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এবং তারা জীবনকাল ধরে এই সম্পর্ক নিয়ে সত্য এবং অনুগত থাকে।তবে শেষটায় কি তাদের দেখা হয়?



সিনেমাটির সবথেকে আকর্ষনীয় দিক এর অভিনয় আর স্টোরি টেলিং।অপর্না সেন বরাবরই ভালো সিনেমা বানায়।তবে এ সিনেমাটি তার অন‍্য সিনেমা থেকে একটু আলাদা।রোম‍্যান্টিক এই সিনেমায় প্রধান দুই চরিত্র শুধুমাত্র চিঠির মাধ‍্যমে সম্পর্কের প্রতি কতটা যত্নবান হতে পারে তা আপনাকে ভাবাবে।



সিনেমাটির সিনেমাটোগ্রাফি বেশ আকর্ষনীয়।সিনেমাটিতে 'মাতলা' নদী একটি বিশেষ অংশ জুড়ে আছে।নদী ছাড়াও গ্রামের দৃশ‍্য,জাপানের প্রকৃতি বেশ নিপুনতার সাথে ফুটে উঠেছে ক‍্যামেরার কারুকাজে।

প্রধান দুই চরিত্রের একে অপরের জন‍্য অপেক্ষা, তাদের আবেগ,দূরে থেকেও একে অপরের প্রতি যত্নবান থাকার দৃশ‍্যগুলো আপনার মনে গেঁথে দেবে এর ব‍্যাকগ্রাউন্ড মিউজিক।দেশীয় ও জাপানিজ সুরের মিশেল অন‍্যরকম একটা মুগ্ধতা সৃষ্টি করেছে সিনেমাটিতে।

সব মিলিয়ে অসাধারন একটা সিনেমা দ্যা জাপানিজ ওয়াইফ!

© মাহমুদ শিকদার

3 comments:

  1. দারুন হয়েছে।
    আমি আজই দেখার চেস্টা করব

    ReplyDelete
  2. দারুন হয়েছে।
    আমি আজই দেখার চেস্টা করব

    ReplyDelete
  3. দারুন হয়েছে।
    আমি আজই দেখার চেস্টা করব

    ReplyDelete

Powered by Blogger.