মিডিয়া কর্মীদের সাহায্যের জন্য ওভিসি নির্মাণের পরিকল্পনা
রাইটার, প্রডিওসার, ডিরেক্টর, আর্টিস্ট, এডিটর, সিনেমাটোগ্রাফার, টেলিভিশন সংশ্লিষ্ট, মিডিয়া হাউজ, সংবাদ কর্মী, মিউজিক সংশ্লিষ্ট, কর্পোরেট হাউজ সহ মিডিয়া সংশ্লিষ্টদের জন্য.....
আমরা ৩ টি সচেতনতামূলক OVC (Online Video Communications..) নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছি। আপনারা করোনা সচেতনতার উপর যে কোন ধরনের কনসেপ্ট আমাদের মেইল করতে পারেন। আপনাদের ভাবনা গুলো থেকেই OVC গুলো নির্মান করবে একটি ডিরেক্টর প্যানেল। আগামী ৩ দিনের মধ্যে যত সংক্ষিপ্ত ভাবে সম্ভব আপনাদের ভাবনা গুলো আমাদের রাইটার প্যানেলকে মেইল করুন। অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের অভিনয়শিল্পীরা যার যার বাসায় থেকে ভিডিও ধারন করবেন। সুতরাং কনসেপ্ট গুলো একটু টেকনিক্যালি ভাবতে হবে।
বি দ্রঃ OVC গুলোর সবর্স্বত্ব যে কোন কর্পোরেট হাউজ অথবা যে কোন প্রতিষ্ঠান কিনে নিতে পারবেন এবং তাদের প্রচার ও প্রচারনায় সেটি ব্যবহার করতে পারবেন। বিক্রিত অর্থ আমরা মিডিয়ার সাহায্য প্রার্থী ভাই বোনদের সহায়তায় কাজে লাগাবো। এ ব্যাপারে যে কেউ স্বপ্রনোদিত হয়ে সহায়তা করতে পারেন এবং এ সেবামূলক কাজটিকে এগিয়ে নিতে ভূমিকা পালন করতে পারেন।
কনসেপ্ট_পাঠাবেনঃ
মাসুম রেজা
masumreza63@yahoo.com
মাসুম শাহরীয়ার
shahreear@gmail.com
নাজিম উদ দৌলা
zimdaula@gmail.com
শফিকুর রহমান শান্তনু
shantaanu@yahoo.com
© নির্মাতা আবু হায়াত মাহমুদ'র ফেসবুক টাইমলাইন থেকে।

No comments