'জাগো বাহে' ইতিহাস যখন কথা বলে!
𝗝𝗮𝗮𝗴𝗼 𝗕𝗮𝗵𝗲𝘆 - 𝟮𝟬𝟮𝟭
Chorki Anthology Series
শব্দের খোয়াবঃ একটি অফিস, ছাত্রদের মিছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই। অন্যদিকে পাকিস্তান সরকারের বক্তব্য উর্দু আর উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা!
উর্দু না বলতে পারার কারণে একের পর এক কর্মচারীকে চাকরিচ্যুত করা। একটা সময় সব কিছুর বিরুদ্ধে গিয়ে গর্জে উঠা...✊🏿
লাইটস, ক্যামেরা... অবজেকশনঃ জহির রায়হানের 'জীবন থেকে নেয়া' সিনেমা। যেখানে একটি সংসার এবং চাবির গোছা দিয়ে পুরো পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রব্যবস্থাকে মেটাফোর দিয়ে তুলে ধরে জহির রায়হান। যার কারণে পাকিস্তান সরকার এবং উচ্চপদস্থ এক আর্মি অফিসারের নির্দেশে সিনেমাহল থেকে এই সিনেমা নামিয়ে দেওয়া হয়। এমনকি সেন্সর বোর্ড এবং সেই আর্মি অফিসারের মুখোমুখি হতে হয় জহির রায়হানকে। তারপর?
বাংকার বয়ঃ একটা ছেলে, যে মুক্তিযুদ্ধের শেষের দিকে নানান যায়গায় ঘুরে মৃত সেনা/মানুষদের পকেট বা ধ্বংস করে দেওয়া বাড়িঘর থেকে নানান ধরণের জিনিস সংগ্রহ করে সেগুলো বিক্রি করে। সে মুক্তিযুদ্ধে তার পুরো পরিবারকে হারিয়েছে। একদিন এক বাংকারে জিনিস খুঁজতে গিয়ে মুখোমুখি হয় এক পাকিস্তানি আর্মির। পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করতে চায় ভারতীয় সেনাবাহিনীর হাতে কারণ মুক্তিযোদ্ধার হাতে পড়লে তার ভয় যে তাকে খুন করা হবে। বন্ধুকের ডগায় ছেলেটিকে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যেতে। তারপর কি হয়?
উপরের তিনটি গল্প চরকির 'জাগো বাহো' অ্যান্থলজি সিরিজের। ১৯৫২, ১৯৭০ এবং ১৯৭১ সালের তিনটি গল্প নিয়ে সাজানো এই সিরিজটি। তিনটি গল্পই দারুণ। যেমন গল্প তেমন মেকিং এমনকি তেমনই দুর্দান্ত সবার অভিনয়।
যথাক্রমে সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম এবং সুকর্ণ শাহেদ ধীমান নির্মান করেছেন এই তিনটি গল্প। তাদের সত্যিই প্রশংসা করতে হচ্ছে, এমন দারুণ কনসেপ্ট নিয়ে কাজ করার জন্য। বাংলাদেশের মূলধারার যে নির্মাতারা বাজেটের দোহাই দেয় সবসময়, তাদের ঘাড় ধরে নিয়ে এসে এইসব কাজ দেখানো দরকার। আমি যদিও কাজটা দেখতে অনেক দেরী করে ফেলেছি, তবে মনে হচ্ছে কাজটা শুধু একবার না বারবার দেখার মতো। কিছু কিছু দৃশ্য আমি আবার দেখবো। আপনারা যারা এখনো দেখেননি তারা ভুল করবেন না, এই সিরিজ আপনি না দেখলে হইতো জীবনে দারুণ কিছু মিস করবেন। সানন্দে দেখতে বসে যান...
IMDb : 8.4/10
My Rating : 9/10
লিখেছেনঃ হৃদয় আহমেদ

No comments