'গার্গী' আবেগ এবং বাস্তবতার মাঝে আটকে যাওয়া গল্প!


[𝗚𝗮𝗿𝗴𝗶 - 𝟮𝟬𝟮𝟮]
Country : India
Language : Tamil (Hindi Dubbed Available)


আমরা সব সময় সবকিছু ইমোশনের উপর নির্ভর করে জাজ করি। যেমন ধরেন একটা ধর্ষণের ঘটনা ঘটলো কিন্তু আমরা জানি না যে এর ভেতরের ঘটনা কি, আসলেই কি ঘটেছে ; বা কনভিক্ট যে সে কি আদৌ দোষ করেছে কিনা!
আমরা কিন্তু সেগুলো বেশীরভাগ সময় পাবলিক ইমোশনে এসে দোষীকে জাজ করে ফেলি, ফাঁসি চাই, গালাগালি করি।

আবার এমনও হয় যে সত্যিকার অর্থেই সে দোষী, কিন্তু অনেক মানুষ সেটা বিশ্বাস করতে চায় না। যেমন ধরুন এক লোক একটা ধর্ষণ করলো, কিন্তু পুলিশ পরে পাগল বা জরাজীর্ণ দেহের একজনকে গ্রেফতার করলো কিন্তু দেখা যায় অনেক সময় মানুষ সেটা বিশ্বাস করে না যে সে ধর্ষণ করেছে বা করতে পারে। কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণে গ্রেফতার মজনুর কথা মনে আছে?

আবার দেখুন তার অপরদিকে দোষীদের ফ্যামিলির কাছে দোষীরা সবসময় নিরপরাধ, যতক্ষণ না তারা দোষের সর্বোচ্চ প্রমাণ পাচ্ছে। সেই পরিবার সর্বোচ্চ চেষ্টা করে তাদের পরিবারের সেই লোকটাকে নিরপরাধ প্রমাণ করার।

তো এমনই কিছু জটিল বিষয়কে সুন্দরভাবে তুলে ধরেছে এই সিনেমায়। সত্য, মিথ্যা, ভুল, সঠিক ; সবকিছুর বেড়াজালে আটকে যাবেন সিনেমাটা দেখার সময়। আমরা কি ইমোশন দিয়ে বিচার করবো নাকি গণমাধ্যমের ব্রেকিং নিউজের উপর বিচার করবো নাকি আইনের উপর আস্থা রাখবো!
কোনটা করবো?

অনেক প্রশ্ন রেখেছে এই সিনেমা সবার সামনে। হইতো প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না!
কিন্তু হ্যাঁ, সবসময় ইমোশন দিয়ে সবকিছু বিচার করা ঠিক না ; সেটা হোক পাবলিক ইমোশন বা পারিবারিক ইমোশন।
দিনশেষে হইতো আইনের উপর আস্থা রাখা ছাড়া কিছুই করার নেই।

যায়হোক, দারুণ একটা সিনেমা৷ রিলিজের পর পরই সমালোচক এবং দর্শকদের মন জয় করে নিয়েছে। সামনের বছর হইতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ শক্ত অবস্থানে থাকবে এই সিনেমা।

সাঈ পল্লবী দারুণ অভিনয় করেছে, এই মেয়েটা না কি দারুণ অভিনয় যে করে ভাই। পুরোটা সিনেমায় তার স্ক্রিন প্রেজেন্টেশন দারুণ ছিলো, মুগ্ধ হয়ে উপভোগ করেছি তার অভিনয়। ঐশ্বরিয়া লক্ষ্মী, কালি ভেনকাত তারা দুইজনও বেশ ভালো অভিনয় করেছে।

হরিহরণ রাজু এবং পরিচালক গৌতম রামচন্দ্রণ এই সিনেমার গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন। এক কথায় অনবদ্য গল্প, সংলাপ বেশ ভালো এমনকি চিত্রনাট্য দারুণ হয়েছে। পুরোটা সিনেমা দর্শকদের আটকিয়ে রাখার মতো চিত্রনাট্য।

গৌতম রামচন্দ্রণের নির্মাণ বেশ ভালো। সবার ইমোশনকে টাচ করতে পেরেছে তার সুনিপুণ নির্মাণশৈলি। সিনেমাটোগ্রাফিও বেশ ভালো, কিছু কিছু দৃশ্য মন ছুঁয়ে গেছে। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যথেষ্ট ভালো।

আপনারা যারা এখনো দেখেননি সিনেমাটি, তারা শীঘ্রই দেখে নিন। এই সিনেমা কোনোভাবেই মিস করা ঠিক হবে না।

IMDb : 8.1/10
The Times of India : 4/5
Letterboxd : 4/5
My Rating : 8/10


লিখেছেনঃ হৃদয় আহমেদ

No comments

Powered by Blogger.